তুমি উপমা হয়ে থাক প্রকৃতির রাজ্যে,
কিসের উপমা হবে?
আমার তো মনে হয় চাঁদ রূপের ষোলকলা
দিয়েছে তোমায়, তবে চাঁদের উপমা হও?
হল না বুঝি?
বোধ হয় মানল না পুরোপুরি।
তবে কী দিয়ে সাজাব তোমায়?
আমার আছে অন্তর--তা দিয়ে তোমাকে সাজায়?
আমার অন্তর হোক না তোমার---তবে কি
মিলবে না উপমা, উপমা তোমার?
সাগরের ঢেউ আছে, যেমন আছে অন্তরের---
সেই ঢেউয়ের রাজ্যের শান্ত কথাগুলো কি হয় না তোমার উপমা?
হবে হয় তো তুমি তোমার উপমা,
তোমার একার তুমি হৃদয়ের উপমা।