কার পায়ে শিকল পরাব
কার হাতে হাতকড়া,
কেউ তো মাশুক নয়
কেউ তো দিবে না ধরা।


কার গলে মাল্য গছাব--
কার সাথে যে সন্ধি,
কোথায় কখন জাদুর প্রদীপ
করবে আমায় বন্দী?


চিত্ত-চাঞ্চল্য ময়ূরকন্ঠীর
হদিস পাওয়ায় ভার,
কার মনে যে মন লাগাব
বুঝতে নারি তার।

কার আঁচলে গিট লাগাব
কোন সে প্রহেলিকা?
কার দিলে যে আঁকা হবে
দীপ্ত আলোক-শিখা?