আমি তো চাই না সুখ
দুঃখ যতই আসুক--
প্রতি পদে আর পদক্ষেপে দুঃখ থাক--
তবু সুখ নাহি চাই।


জীবন আঁধার কালিমায়
ভরে যাবে মরণ-ছোঁয়ায়,
তবু আকাশ-পানে চেয়ে রব--
মুক্তি নাই--তবু সুখ নাহি চাই।


আমি তো দূরের পানে
খুঁজে মরি নিরঞ্জনে,
ক্ষণে ক্ষণে জনে জনে--
দুঃখ তাই--তবু সুখ নাহি চাই।


নদী তো চলার শেষে
সাগরের রূপে বেশে--
মিশে একাকার হয় অন্তহীন যাত্রায়,
দুঃখ থাক--তবু সুখ নাহি চাই।


আমি তো চাই না সুখ
দুঃখ যতই আসুক--
হেসে-খেলে ভেসে যাব মরণ-যাত্রায়;
দুঃখ থাক--তবু সুখ নাহি চাই।


সুখ তো সকলে চায়
দুঃখ থাকে অবহেলায়,
জীবন তো অন্তহীন যাত্রী--
দুঃখ চাই--তবু সুখ নাহি চাই।