টাকার আছে হাজার চাকা
যায় না তারে ধরে রাখা,
আজকে হেথায় কালকে সেথায়--
থাকে না সে কোথাও ঢাকা।


আজকে দেখি পকেট ভরা
কালকে আবার তাও ফাঁকা,
টাকার চাকার তলে পড়ে
খাচ্ছে সবাই ধোঁকা।


টাকা ঘুরে ভুবন ভরে
ঝগড়া-বিবাদ ঘরে ঘরে,
টাকা নিয়েই যত ফ্যাসাদ--
তাও মানুষ সহ্য করে।


ভুবন মাঝে যত কিছু
টাকা দিলেই সব কিছু,
আসবে আমার ঘরে--
সবাই চিন্তা করে।


টাকা টাকা টাকাই টাকা
টাকা দিলেই ডাকব কাকা,
এত টাকা ঘরে-বাইরে
যায় না কোথাও রাখা।


টাকা নিয়েই যত সমর
টাকা দিয়েই হচ্ছে অমর,
মরণ-কালেও টাকা আবার
খুঁড়তে লাগে কবর।


আসতে টাকা যেতেও টাকা
টাকা ছাড়া মন তো রাখা,
যায় না কারো মনে রাখা--
ঘুরবে না তাই কালের চাকা।


আছে আমার অনেক টাকা
তবুও যেন সবই ফাঁকা,
থাকতো যদি ম্যালা আরো--
মনে থাকতো চমক আঁকা।


টাকার দ্বারাই ভালোবাসা
পেতে পারি আলো-আশা,
টাকাই যেন সময় সময়--
হয়ে আসে সর্বনাশা।


টাকা নিয়েই যত স্বপন
করছে কেহ সত্য গোপন,
টাকার লাগি পর কখনো--
হচ্ছে আবার আপন।


টাকা আছে সবার কাছে
টাকা ছাড়া কেউ না বাঁচে,
টাকা নিয়েই দিবাযামী--
তালে তালে ভুবন নাচে।


টাকার নাকি হাত-পা আছে
নইলে টাকা চারিপাশে,
ঘুরছে যেরূপ লাটিম ঘুরে--
তালে তালে আপন জুড়ে।


টাকা নাকি আপন মনে
সময় সময় তসবী গুণে,
কবে কোথায় কাহার সনে--
যাবে ধরার কোণে কোণে।


টাকাই যেন আপন কাকা
আপন কাকা একা একা,
লাজে তাহার বদন ঢাকা--
নাই কেন তার টাকার চাকা।


টাকায় যেন মধু মাখা
নইলে টাকার এত চাকা,
ঘুরছে কেমন করে--
টাকার রাজ্য ধরে?