আমি
আমার এ বসুন্ধরায় থামি।
অজানা এ মাটির কোলে, হেসে-খেলে
বড় হবার সাধ করি এই দিলে।


আমার
কিবা থাকতে পারে করে যাবার।
মায়ের কোলে বড় হয়ে মা ডাকি যে--
একি সৃষ্টিক্রিয়া বুঝতে পারে কে?


কল্পনাতে নাই
সারা জাহানের কতো কি রোশনাই।
হাসি কেন মোরা--ভাবছি না যে
এইটুকু এক বসুন্ধরার মাঝে।


কই সে মোহময়ী
এখনও আসেনি ধরায় তেমন রূপময়ী।
আমার এখনও থাকতে নেই আলস্য, কাপুরুষতা
কারণ আমি এসেছি অজানায়--সেই কি অযথা?


একটু না হয় ভাবি
আমার তোমার কিসের এত দাবি।
কিছুই বুঝি না, কিছুই জানি না তো--এমন
রহস্য যে করল জারী সমন।