যেখানে প্রকৃতি এখনো আপন তোড়ে
অজানা রহস্য কাঁধে করে চলেছে,
যেখানে সুকুমার বৃত্তিগুলি এখনো
রয়েছে নিষ্কলুষ--সেখানে আমার
পাদবিক হতে মন চায়।


যেখানে তিমির নিবিড় চন্দ্রালোকে
অজানা কোন শক্তির কথা থাকে,
যেখানে প্রবল আলোক হৃদয়ের
পাতা সুষমায় ভরে রাখে---সেখানে
আমার পাদবিক হতে মন চায়।


যেখানে তিলোত্তমা চোখে পড়ে
যেখানে আঁচড় পড়ে না কলঙ্কের,
যেখানে মীনাক্ষীরা শোভন বেশে
ভালোবাসে ধরণী---সেখানে আমার
পাদবিক হতে মন চায়।


যেখানে লাল গোলাপেরা কণ্ঠক পরে
যেখানে বেদনা মোচনে সহায় সখা-সখী,
যেখানে মুক্ত কলালাপ সঞ্চারে আশা---
সেখানে আমার পাদবিক হতে মন চায়।