মনের পাতায় আঁকিবুঁকি
কতো করলাম হায়,
মনের মতো গল্প-ছড়ার
খোঁজ তবু না পাই।


মজার মজার ছন্দ গড়ার
কতো সাধ্য সাধি,
কিন্তু তবু পাই না হদিস
অন্ত হতে আদি।


অনেক করে খাতার পাতায়
যদিও কিছু লিখি,
ছন্দ আমার ধার ঘেঁষে না
ছন্দের সে তো সিকি।


মোটের উপর গল্প আবার
লিখতে যদি বসি,
কল্পনাতেই কল্প থাকে
একেবারে কষি।


শেষতক আমার মন বসে না
গল্প-ছড়া লিখায়,
খাতা-কলম তুলে রাখি
যত্ন করে শিকায়।