কোথাও মিল খুঁজে না পাই
আগা থেকে গোড়া অথবা গোড়া থেকে আগায়।
ভাবনার সাগরে আমি,
আমার চিন্তা-চেতনা, মননশক্তি সব যে
ভাবনার অতল সাগরের তলায়।


খুঁজে খুঁজে হয়রান---
আকাশ-বাতাস-চন্দ্র-সূর্য আর মাটি-মাতা
সব যে অস্বচ্ছ আমার পর্দায়।
আনন্দ-স্বপ্ন-দুঃখ-সুখ এত্তসব অনুভূতির
এ মিলনক্ষেত্রে আমার অবাক লাগে।
মিল খুঁজতে থাকি মননে মননে,
কিছু আভাস পেতে চাই অলৌকিক সে কাহার!


সান্ত্বনা আমার পরাধীনতা---
মূহুর্তে মূহুর্তে অশান্ত আমি
আমার বক্ষে জ্বলে অলৌকিক নেশার অগ্নি।