এখন ভাবছি বসে একা---
এখন রাতভোর জেগে থেকে চুপিচুপি
একটি মানবীর আগা থেকে গোড়া--
ভাবছি হৃদয়ের প্রলেপে পুরোপুরি ঢাকা।


এখন গাঢ় কালো অন্ধকার---
এখন তীব্র অনুশোচনা আমার---
এখন সত্যিই যেন প্রতি মূহুর্তে আমি
বিনাশ হলাম বারে বার।


তবু আশা জেগে থাকে বলে
আমিও মনে মন লাগিয়ে স্বপ্ন গড়ি;
আনন্দ পাই---আহা খোলা আকাশে
বিহঙ্গের ডানা ঝাপটানোর মতো সুখ অনুভব করি।


এখন ওহে আমি আরও ভাবছি---
আমি আরও ভাবছি গতানুগতিক নয়,
চন্দ্র-সূর্যের আলো ছড়াবার মতো আমার
দুনিয়ার সমস্ত অলি-গলির ভাবনাই হয়।


এখন আমি ভাবছি--
আমি ভাবছি।
তোমাকে ভাবছি--
তোমার সমস্ত কিছুকে ভাবছি।
আরো ভাবছি। আরো ভাবছি।