আমি তোমার একান্ত আহবানে
রিক্তহস্তে গেলাম না,
সাথে ছিল গোটা আটেক গল্প
আর কবিতার বই।
যার অকল্পনীয় মূল্য ছিল,
একেবারে মহামূল্য রত্নহার হয় তো ছিল না।
তুমি উদাসীন হয়ে গেলে
যেন আমি কোন নিরর্থ পান্থ তোমার
জলসায় অন্ধকার ঘনিয়ে আনলাম।


তুমি সরে সরে ছিলে
দেখেছিলে আমার চলা আর বলা;
মুখ ফুটে একটা কথাও তুমি বলো নি--
হয় তো আমি চিড়িয়াখানায় রাখা
ব্যাঘ্র ছিলাম।
চিড়িয়াদের দেখা যায়--বলা যায় না
এ কারণেই হয় তো তোমার নিরব আর
উদাসীন ভূমিকা ছিল।


তুমি সুনেত্রা চিলে
হয় তো এ বলেই তোমার নেত্রতারা
আমায় ভ্রুক্ষেপ করে নি।
ভাল উদাসীন তুমি ছিলে
নিমিষে ভিন্ন ডাকে সাড়া দিয়ে
তুমি গতি ফিরালে।