আমি একাকী বিজনে রয়েছি,
মনে উদ্ভ্রান্ত চিন্তা বলে
শৈলতলে যাতনা নাই।


আমি একাকার সুরে মগ্ন হয়েছি,
প্রাণে উদ্ভট ব্যথা বলে
সিন্ধুতীরে যাতনা নাই।


আমারে নবডঙ্কা দিলেও
আমি সুরের ঝর্ণারে হৃদয়ে পেতেছি,
হাহাকার মোচনে আমি একাকী
বিজনে রয়েছি---আমার কোন যাতনা নাই।


আমারে উপেক্ষা দিলেও
আমি দিকে দিকে কল্পে মেতেছি,
নিরানন্দ আমারে যতই ঘিরে রাখে না কেন
আমি একেলা বনবাসী হয়ে থাকব;
আমার কোন যাতনা নাই।


আমি নিঃসহায় নির্জনে রয়েছি,
প্রাণে সীমাহীন বেদনা বলে
মরুদ্যানে যাতনা নাই।
আমি একাকী বিজনে রয়েছি,
প্রাণে অহরহ অনীহা বলে
মহারণ্যে যাতনা নাই।