একান্ত নিভৃতে যখন ভাবতে বসি---
কে আমার পরমাত্মীয়া,
ইহলোকে কোন হদিস পাই না---
পার্থিব রঙ্গালয়ে কেহ নয় কারো
তাই মনে হয়।


আত্মবর্গ শুধু মিছামিছি সান্ত্বনা
আত্মত্যাগী হয়ে আত্মজ্ঞান বাড়িয়ে নিলে
পরমাত্মারে জানা যায় পরম ভরে।
তবে কাঞ্চনকান্তি মিহি সুরে কতো অজানা
আর অশ্রুত গাঁথায় হৃদয় ভরাবে---
কখনো ভাবা হয় না পূবে।


আমার কবিতার অবশেষ হয়ে যাবে,
তাই গূঢ় কথা বলে যাই---
পরমাত্মীয়া হেথায় নয়,
রয়েছে পরমাত্মার মাঝে।
বিপুল আস্থা লভিতে হলে
সাজ পরমাত্মার ধাঁজে।