তেমন কথা ছিল না
ভাবনাহীন গতিতে পা বাড়ালাম
কোন গহ্বরে পড়ব জানতাম না।
তীর-বেগে কিছুদিন ছুটলাম
ডানে-বাঁয়ে কোন দিক দেখলাম না।
কতো দিন পড়ে আজ বুঝলাম
সময়ে কেন হায় বুঝলাম না?


অকস্মাত্‍ ঘটে গেল
এমন হবে কভু ভাবলাম না।
ধীরে ধীরে অন্ধকূপে ডুবলাম
সুশান্ত পাথারে নামলাম না
অঙ্গারে দেহ-মন ছেয়ে গেল।


আলোর দিশা কেহ দিল না
মনের মতো কেহ ছিল না।
তাই তো প্রদীপের আলো ছিল দূরে
আমাকে নীল না আপন করে।
মনে হয় সবকিছু হারালাম
নিজ হাতে নন্দরে সরালাম
মনের আলো জ্বলল না।