বাংলাদেশ
তোমার-আমার-সকলের দেশ।
কাঙিক্ষত সাফল্যের মুখপানে চেয়ে আছে
কৃষক-শ্রমিক-মজদুর-যুবা।
নিয়ত ভাগ্য ফিরাতে লেগেছে তারা
পেশিবহুল হাতে।
কোন ক্লান্তি নয়--অদম্য অফুরন্ত নেশায়
তারা আনবে একটি সোনার বাংলাদেশ।
    
বাংলাদেশ
লাখো লাখো কৃষকের দেশ।
রাত-দিন মাটিরে লয়ে খেলেছে তারা,
ফলিয়েছে মাটির বুক ছিড়ে সোনার ফসল।
তারাই দেশের মানুষ, তারাই আমাদের
মাটিরে ভালবেসে আপন করেছে দেশ।


বাংলাদেশ
শত শত শ্রমিকের দেশ।
দূর্দমে শক্ত হাতে লেগেছে তারা,
কর্মশালে দুর্নিবার গতিতে ভেসেছে তারা---
গড়বে বলে একটি সোনার বাংলাদেশ।


বাংলাদেশ
শত-সহস্র যুবকের দেশ।
অনেক বাধা অনেক বিপত্তিরে পিছপা করেছে তারা,
অনেক জয়ের নেশায় ভেঙ্গেছে দুর্গম আগল।
অনেক ত্রাসের পথ পেরিয়ে
তারা আনবে একটি সোনার বাংলাদেশ।


বাংলাদেশ
তোমার-আমার-সকলের দেশ।
জীবন জয়ের নেশায় ছুটেছি আমরা,
দমানো যাবে না প্রবল জয়ের গতি।
কাঙিখত ফসল আসবে মোদের ঘরে---এই দেশ
হবে একটি সোনার বাংলাদেশ।