শুষ্ক মৃতপ্রায় একটা বটবৃক্ষ
অসার দেহটা বিলিয়ে দিতে অপেক্ষমান
প্রশ্নাতীত দৃষ্টিতে আমি ধূর্ত বালক
উত্তরে ভেসে আসছে আমি সার্থক।
নেয়া দেয়ার জটিল প্রসঙ্গটা
এড়িয়ে গেল আমার অতৃপ্ত আত্মা
বৃক্ষটা শিক্ষক সমতুল্য
শেখাল জীবনের সার্থকতা।
আমার দৃষ্টি অটুট
পুষ্পরাজিতে সেজেছে বৃক্ষ
উত্তরের বিধ্বংসী বাতাস
তাকে করেছে নিঃস্ব, বৈরাগ্য।
তবুও সে স্থির
নেই তার চঞ্চল্যতা
পত্ররাজির মর্মর ধ্বনি
ছড়াচ্ছে তার একাগ্রতা
পার্থিব সময়ের সংকীর্ণতা
মুছে ফেলেছে ধুর্ততা
গুরুদক্ষিণা নিয়ে আমি হাজির
ঊর্ধ্বপানে দাড়িয়েছে বৃক্ষটা ।
বাউন্ডেলের থাকেনা ব্যস্ততা
অপেক্ষার প্রহর গুনছি
নর- পিশাচও দেখে মুগ্ধ হবে
পাখিদের সাথে তার সখ্যতা।
তিমির বিদারীর বিদায়ী লগণ
দিচ্ছে ভয়ঙ্কর কোনো বার্তা
আমার অবচেতন ঘুমন্ত মন
বোঝেনি তার নিঃস্বার্থ বিসর্জন।
শীতের করুন বিষন্নতা
এনেছে তার অমুল পরিবর্তন
পত্র হারিয়ে নিশ্চুপ সে
যেন হারিয়েছে তার সম্ভ্রম ।
আমার দীর্ঘ নিরবতা
সমাপ্ত করল বৃক্ষটা
সে শুধু দিতেই জানে
বিসর্জনেই তার সার্থকতা।