একটা কবিতা চেয়েছিলি না
আমাকে ভালো করে দেখ
আমিই তো এক প্রাচীন কবিতা।
আমার দাড়ি,কমা কিংবা জিজ্ঞাসা
মুছে গেছে কালের বিবর্তমানে
আর অমিত্রাক্ষর ছন্দটুকু
টুকরো টুকরো করে গিলে ফেলেছে
আমার চারপাশে থাকা উইপোকা,
শুধু পড়ে আছে আমার স্কেলিটন।
এমন এক বিশ্রী কাঠামো যে
আচমকা দেখায় ভয়ে শিহরীত হবি
ধীক্কার দিয়ে বলবি দুর হ!
আমার শব চুরি করতে চেয়েছিল
কালো জাদুতে সিদ্ধহস্ত যাদুকর
কিন্তু হতাশ হয়ে ফিরে গেছে
আমার অকেজো  কঙ্কাল দেখে।
আমার অতীত প্রাণবন্ত শরীর
কখনো কারো কাজে আসেনি
কারো চাহিদারও যোগান হয় নি
আর এখন কল্পনা করাইতো মহাপাপ।