ইচ্ছে ছিল দেশ উদ্ধারে লেগে যাব
এখানে অস্ত্রের চেয়ে বস্ত্রের চড়া মূল্য
খাকি পোশাকে রক্তের গন্ধে
পেরে উঠি নি।
ইচ্ছে ছিল চন্দ্র হয়ে জ্যোৎস্না দেব
এখানে আহার বাহারের সমতূল্য
ওদের আহার্য হওয়ার ভয়ে
ইচ্ছে হয় নি
ইচ্ছে ছিল পুষ্পে ভরে দেব
আসন্ন পঁচিশ বসন্তে
এখানে শীতের আঠার মাসে বছর দেখে
ইচ্ছে হয় নি।
ইচ্ছে ছিল হিসেব কষবো
সমতা হস্ত মস্তক আর কর্ণে
ব্যবধান কী শুধুই সভ্রমে
সবল অবলার গোপনাঙ্গে?
ইচ্ছে ছিল ফের জন্মাব
সদ্য স্বাধীন কোন বঙ্গে
সেই বজ্র কন্ঠে হাত মেলাবো
বিধি নিষেধের বাঁধ ভেঙ্গে।