কবিদের অন্তহীন রাজ্যে
তরুন কবির আগমন
পথ শিশু হয়ে
সহস্র মুখ থেকে
অ আ ক খ শিখে
কাব্য জগতে স্বাধীন বিচরণ।
কখনো কটু বাক্য শুনে
কলম ছুড়ে ফেলা
কখনো অনুপ্রেণিত হয়ে
কাব্যের সাগরে সাঁতার কাটা
ভাঙ্গা গড়ার নিয়ম
কবির জীবনে বাস্তব প্রতিফলন।
চলতেই থাকবে অনন্তকাল
কবিতার ছন্দের ন্যায়
কবি কবির মিলবন্ধন
চিরস্মরনীয় হয়ে থাকবে
তুচ্ছ তরুন কবির
কবিদের রাজ্যে পরিভ্রমন।