পবিত্রতার প্রতীক তুমি
ভালোবাসার রাধা
আমি চাতক কৃষ্ণ
একই মালায় গাঁথা।


অর্থ প্রতিপত্তি দিয়ে নয়
ভালোবাসার হিমালয় পর্বত দিয়ে
তোমায় কিনব আজ
বিশ্বাস কর বনলতা।


তুমি বাজারের পণ্য নও
ভালোবাসার প্রাচীন কাঙ্গাল
আমার হৃদয় ব্যাংকের ভালোবাসা
আদি অন্তে নির্ভেজাল।


নাবিকের সমূদ্র যাত্রা
পাল তোলা কোনো জাহাজে
ক্ষুদ্র ডিঙ্গায় আমার যাত্রা
তোমার অর্থহীন ইশারাতে।


ঝিলের হাটু জলে নয়
ভালোবাসার প্রশান্ত মহাসাগরে
তোমায় সাঁতার কাটাব
বিশ্বাস কর বনলতা।


বিশ্বাস অবিশ্বাসের খেলা
শেষ কর এ বেলা
চল সব ভুলে গিয়ে আজ
খেলি ভালোবাসার খেলা।