পূর্ব দিগন্তে উদিত সূর্য লাল
পাখির কলরবে মুখরিত সকাল
রাত কাটে না তোমার সঙ্গহীনা
বাতাসে বাজছে বিষাদের বীণা।
কলসি কাঁখে গাঁয়ের বধুর মাঝে
তোমায় খুজি সকাল বিকাল সাঁঝে
হেমন্তের উৎসবে মেতেছে সবে আজি
তোমারই অপেক্ষায় বৈঠা হাতে মাঝি।
নদীর খাজনা সাগর বুঝে নেবে
সূর্য ডুবে আবার রাত হবে
ধরনীর বুকে চলবেই আশা হতাশার খেলা
চলো আজই বসাই মোদের মিলন মেলা।