তোমার জন্য মুক্ত হাওয়া,   তোমার জন্য মাঠ
তোমার জন্য সকল চাওয়া, তোমার জ্যোৎস্না রাত
                    
      তোমার জন্য আকাশ মাটি,   চন্দ্র সূর্য তারা
      তোমার জন্য হারিয়ে যাওয়া, তোমার জন্য ফেরা


তোমার জন্য বারো মাসে,  তেরোটা পাবন
তুলসীতলায় প্রদীপ জ্বালা,  উদাস করা মন


      তোমার জন্য ফুল ফোটান,  ভিন্ন রঙের বান
      তোমার জন্য পাখীর কন্ঠে,  সুরের কলতান


তোমার জন্য বেঁচে থাকা,  তোমার জন্য প্রাণ
তোমার জন্য কবিতা শত, রবিঠাকুরের গান


     তোমার জন্য জীবনানন্দ,  নীরেন্দ্রেনাথ কবি
    "বুড়ি চাঁদ গেছে ... বেনো জলে ভেসে" অক্ষরে জলছবি


তোমার জন্য অতুলপ্রসাদ,  ডি.এল্.রায়ে-এর লেখা
কান্ত কবির সুরের মাঝেই, তোমার সাথে দেখা ।।