আমি কি মৌন পাহাড় হব
কিংবা ধূসর মরুভূমি
একটা আমায় হতেই হবে
তা না হলে
পৃথিবীতে থাকাটাই বড় কঠিন ।

আমার প্রথম প্রেম মাটির সাথে -
দ্বিতীয় প্রেম মানুষের সাথে -
তৃতীয় প্রেম তবে কী মৃত্যুর সাথে !

আমি নিশ্চিত জানি
পৃথিবীর কোন এক গহ্বরে
ধূলিধূসর অন্ধকারে আজো -
চাপা পড়ে আছে আর এক অজন্তা,
যার জমাট নিথর গুহার-
প্রাচীরে প্রাচীরে মানুষের
পাঁজরার ছেনিতে খোদাই করা
অসহায় মৃত্যূর আলিঙ্গন ।

অবশেষে আমার প্রাণহীন দেহকে
কবর দিও ।
মৃত্তিকায় ছড়িয়ে রেখ কিছু ফুলবীজ
শরীরের নির্যাসে তারা একদিন
নিশ্চয়ই উপহার দেবে ,
সুগন্ধ আর নিষ্পাপ শিশির ।।