খোকা ঘুমায় পাড়া জুড়ায়
বর্গির আশ মেটে না
বুলবুলিরা হারিয়ে গেছে
ধান ক্ষেতে আর আসে না।


ধানের আগায় কীটনাশক
গোড়ায় রাসায়নিক সার
নিংড়ে মাটি শীতল পাটি
দেখো প্রগতির বাহার।


অর্থ দিয়ে বিকোয় মেধা
শক্তি এবং বুদ্ধিবল
অর্থনীতির মোহন প্যাঁচে
হারায় ফসল রক্তজল।


যুদ্ধ দিয়ে শান্তি আসে
বিজ্ঞবুড়োর তত্ত্ব এই
দেদার বিকোয় যুদ্ধ জাহাজ
উপগ্রহ আসমানেই।


নিত্য মানুষ সqঙ্গ হারায়
একলা কাটায় বদ্ধ দিন
মানসলোকের গভীর ব্যাধি
গ্রাস করে বোধ ছন্দহীন।।