রবিঠাকুর ঢেউ তুলেছে সে সময়
গীতবিতান খোলাও ছিল শব্দ মাঝে
ভিতর মধ্যে ছন্দসুর মিশে
দুলছিল মনপাতা।


এসরাজে ছড় টানে আলাপ মূর্ছনা
তারের ওপর গড়িয়ে যায় তর্জনী
বিষাদ ক্ষরণ একলা বুকে
স্পন্দনে
বইছে খরস্রোতা ।


ধূসর পাতাও শাখা ছেঁড়ায় কুন্ঠিত
ঘাসের ওপর আলতো নামায় শরীর
জলফোঁটারা দিব্য বাঁচে
রোদে
লুকিয়ে বিষণ্ণতা।


সারস বুকে মেঘলা আকাশ সুরের ছটায়
আলোর বিন্দু নামে দূর পাহাড় ঝোরায়
এমন সময় তুমি এলে
স্বরবিতানে
ভাঙল নীরবতা-


অক্ষর সব শব্দ হয়ে সুর কুয়াশায়
রাগের মাঝে অনুরাগের ওম ছড়ায়
তাকাই দূরে দিগ্বলয়ে
আলোর ছটা,
আকাশ জুড়ে তারার মেলায়
তোমার কথা,


বর্ণ রেখায় আঁকা ভাষার আত্মকথা
বাঙলা কবিতা ।।