গান লিখতে লিখতে
লোকটা বুড়িয়ে গেল
সুরনেওটা অক্ষর শব্দ বাক্য
খুঁজে ধরে চেপ্টে.....
আজ আর সে গীতিকার নয়,
কামারের কাজ করে।
ধ্বনিআগুনে সেকে
সুরের মুর্তি বানানোর
ক্রমাগত চেষ্টা।
বহু আগে কাঁচামাটি বয়সে
ঘাসমূল থেকে তুলে আনা
মৃত্তিকা নম্র সময়ে....
গীতিকার ছিল সে,
শ্রাবণ পঞ্চমী ক্ষীণ
নিশিআলো মত ।
বৃষ্টি দানা হয়ে শব্দ,
চন্দ্রবলয় রামধনুরঙ সাথে
টুকি দিতো একেএকে....
অবশেষে যত স্বপ্নরেশ
হারায়! কুয়াশা পিছল,
তৃষ্ণা কাতর অলিন্দোপারে
গভীর খাদের অন্ধকারে....
যান্ত্রিক চামরদোলা
হাওয়াধ্বনি কাড়ে
গান লেখকের স্পর্ধা,
হাড়গোড় মুচড়ে
এক ঘনফুট বাক্সের ভেতর
ক্রমশ বিকলাঙ্গ হয় কাব্য
কাব্যের ভেতর অক্ষর সমষ্টি যত ।