দিব্য ইন্দু গানগুলি আজও
বর্ণ ছন্দে জ্যোৎস্না আঁকে
চন্দনবনে উপকূল তটে
গাঢ় সন্ধ্যা স্বপ্ন ঢাকে


কি যেন ধ্বনি হাওয়া ঘুর্ণিতে
ওষ্ঠে বাঁশিতে সুর ধারাপাতে
ফিসফিস কথা অনুরাগ ব্যাথা
চড়ুইভাতি  আমেজ মাখে


দিব্য ইন্দু গানগুলি আজও
বর্ণ ছন্দে জ্যোৎস্না আঁকে


আঁকে জলছবি বেলাভূমি জুড়ে
প্রতি ঢেউ ভাঙ্গে স্মৃতি অঙ্কুরে
রঙ ধোয়, তবু সাদা-কালো রেখা
অক্ষর লিপি চেয়ে থাকে
অলক শব্দ কথা বাঁকে


কথা এঁকেবেঁকে  নদী তরঙ্গ
বিস্তৃত ডানা দোলে বিহঙ্গ
কখনও ঝরনা নামে জলভাঙ্গা
চূর্ণ বুকে মেঘ রাখে
ছায়াঘন রাত নিশি ডাকে


নিশিডাক পথ পেরোয় শরীর
শরীর আজও ঢেউ অস্থির
বাতাস ঘ্রাণে প্রশ্বাস প্রাণে
আলো স্রোত ধারা তাপ রাখে
বর্ণ ছন্দ চেয়ে থাকে.....


(কবি দিব্যেন্দু গঙ্গোপাধ্যায়ের
অকাল প্রয়াণ মনে যখন তখনই ব্যথা জাগায়
সেই রকমই এক মুহুর্ত স্মরণে রেখে ......)