বিস্মরণের  পথে চলেছি .....
এখানে কোন নদী নেই
সবই নদ
তির্যক প্রবাহ তাতে
দু’কূল ছেপে
প্রবল শব্দ ওঠে
পাথর ভেঙ্গে পড়ার  
নির্নিমেষ আক্রোশ,
বিস্মরণের পথে
কোন মুখ নেই
মুখোশের আড়ালে  
করোটির হাড়ধ্বনি -
দৃষ্টি গহ্বরে
শতাব্দী প্রাচীন
শৈবাল মরীচিকা ...
মরীচিকায়
প্রতিবিম্ব দোলে
কবন্ধ অবয়ব
তারা নড়েচড়ে
কথা বলে  
অদৃশ্য শক্তির টানে
ডাকে ইশারায়
এ আবর্ত পথ
শ্লেষ্মা মেশা
শ্বাস যন্ত্রের
কর্কশ
কম্পনময় অণুনাদ ...
কখনও
বিস্ফারিত আকুতি
অক্ষিবলয় ভেদ করে
আচ্ছন্নে ঢাকে
শেষ পৃথিবীয় যাত্রাকাল।