পোস্ত বাঙালির পাত থেকে
মুছে যাচ্ছে ,
আকাশ ছোঁয়া দাম ...
একটু বাটি চচ্চরি
বা
দুটো তাওয়ায় শেঁকা বড়া
আর
কলাইয়ের ডাল -
আঃ
কতো দিন ঠোঁট ছোঁয় না ...
আফিংয়ের অসহিষ্ণুতা  
সব কেড়ে নিচ্ছে !
এদিকে আঙুরের ক্ষেতে রমরমা ,
লকলকিয়ে  বাড়ছে ,
লতাবিতান বুক চিতিয়ে
খাঁজকাটা বাহারি পাতা
সূর্যের সবকটা রং শুষে নিচ্ছে
সেই রঙ মিলন দেখতে দেখতে
আমরা কখনো হারিয়ে যাই
অকস্মাৎ
আর ফিরি না
ফিরতে পারি না
ছোট্ট কচি হাতছানি  
কিংবা
প্রেমের গভীর  আলিঙ্গন
কেউ ফেরাতে পারেনা.....