করোনার বিপক্ষতে করছি মোরা রণ
তার জন্য অবরুদ্ধ এ জীবনযাপন,
বিস্মকর অভিজ্ঞতা পেল মহাবিশ্ব
হরেছে যে লক্ষ প্রাণ স্বজন হলো নিঃস্ব।


বিরাটরাজ্যতে যেমন ছিল অজ্ঞাতবাস
মাঝে মাঝে মনে হয় থেমে যাবে শ্বাস,
বিছিন্ন জগৎ যেন জনহীন পথ
ভয়ংকর নিঃশব্দতা নিয়ে আসে রাত।


অবরুদ্ধতা করোনার মহৌষধসম
কর্মঘণ্টা নষ্ট হচ্ছে যারা কর্মক্ষম,
খাদ্য-অর্থ সংকটতে অশনি সংকেত
দুর্বহ দিন কাটায় যারা অনিকেত।


সারাক্ষণ ভয় ভয় বুঝি এসে যায়
সন্দেহ আর ভীতিতে আস্থা রাখা দায়,
তবুও আশার কথা করোনা হারবেই
জয় হবে মানুষের, মানুষ জিতবেই।


বি.দ্র. ছন্দ : অক্ষরবৃত্ত, পর্বসংখ্যা : ২, মাত্রা : ৮+৬