ছুটির দিনে সকাল সকাল
ছাদে উঠি দেখতে সকাল,
বিকেলেতেও মাঝে মাঝে
বিশেষ করে সন্ধ্যা সাঁঝে।


অদূরেতে একটা আমগাছ
চিক্কণ পাতায় পবনের নাচ,
ডালগুলো তার ছোট ছোট
তরুটা খুব বেঁটে খাট।


গেল চলে বছর দুই
ফাগুন মাসে মাথা ছুঁই,
বউল এল মাথা ভরে
চোখ জুড়ায় মন ভরে।


বোলের ঘ্রাণে মধুকরদল
নিতুই করে যে কোলাহল,
চৈত্র মাসে ছোট গুটি
দেখতে যেমন মটরশুঁটি।


বোশেখেতে ডাগর ডাগর
ফলে পাতায় সবুজ সাগর,
আমের ভারে নম্র মাথা
কষ্ট ভারি পায় কী ব্যথা?


ফল ধরেছে তবুও নত
মানুষ হলে হয় উদ্ধত,
এমন শিক্ষা দোরের কাছে
দর্প করি তবু মিছে!


হঠাৎ দেখা কালবৈশাখির
কিছু ছানা ঝরল শাখির,
জ্যৈষ্ঠ এল ফল পাকল
মনিব এসে পেড়ে নিল।


আবার দেখি কচি পাতা
ঘোমটা মাথায় যেন মাতা,
গাছটা এখন বেশ তো বড়
ফলবে আম্র আরও বড়!


বি.দ্র.স্বরবৃত্ত ছন্দে লেখা, প্রতি চরণে মাত্রা ৪+৪