বড় আশা আছে আপন নয়নে
দেখব তোমায় পরম যতনে,
স্বপ্নে তোমায় পেতে চাই বলে
কত ছল করি আপনারি ছলে।


দ্বার খুলে রাখি ওঠে যবে শশী
যদি তুমি আস গাঢ় হলে নিশি,
ঝরা শিউলিতে চেয়ে দেখি আমি
পদ ফেলে ফেলে চলে গেছ তুমি।


একা যবে থাকি এলে বুঝি দ্বারে
না আসিয়া তুমি চলে গেলে ধীরে,
শান্ত দুপুর মর্মর ধ্বনি
শব্দ তোমার ওঠে অনুরণি।


ঊষার আকাশে, অস্তের রাগে
তব ছবিখানি দেখি যে বিহগে,
কৃষ্ণচূড়ার গাঢ় লাল রঙে
কায়া যেন তব অনুভবি মনে।


দিন শেষ হয় সাঁঝ নেমে আসে
তুমি যেন যাও আঁধারেতে মিশে,
জনহীন পথে চলি একা একা
তব পদ ধ্বনি রহস্যতে ঢাকা।


বি. দ্র. মাত্রাবৃত্ত ছন্দে লেখা, ৬+৬ মাত্রার


(সবার প্রতি  কৃতজ্ঞতা এবং সকলের জন্য করুণাময়ের নিকট কুশল কামনা করছি।)