সারা দিবস মেঘলা আকাশ
বিকেলবেলা ছুটল বাতাস,
তপন দেব নিয়েছে তো ছুটি
গোধূলি তাই পায় না যে জুটি
সন্ধ্যারাগে, দেয় না তো দেখা
ডাকছে দূরে দধিবাল একা।


আকাশে আজ জলদের মেলা
কালো মেঘেরা ভাসিয়েছে ভেলা,
গোমড়া মুখো আসমান হতে
ঝরছে ফোঁটা সায়াহ্ন রাতে
তার পরেতে বৃষ্টির গান,
করবে যেন নিশি অবসান।


নিকষকালো আঁধারেতে আজ
বীণা বাজায় বর্ষার ঝাঁঝ,
পুকুর ভরে কানায় কানায়
ভেলা ভাসায় কচুরিপানায়।
আঁধার রাতে বিষ্টির মেলা
ভাসবে যেন প্রস্তর শিলা।


কদম ফুলে সৌরভ ছড়ায়
কেয়ার বনে অম্বু গড়ায়,
মৃদু গন্ধে সন্ধ্যামালতি,
জাগবে সে তো সারা যামবতী।
চাঁদ, তারার ব্যর্থ যে রাত
চিনবে না তো আকাশের পথ।


বাতাসে শুধু বর্ষার ধ্বনি
অঝোরে ঝরে আষাঢ়ের পানি,
অলঘু ডাক ডাকে জলধর
বাইরে শুধু শুনি ঝরঝর,
ভূপালি রাগ ধরেছে সন্ধ্যা
কী অপরূপ আষাঢ় সন্ধ্যা।


বি.দ্র. স্তবক - ছয় চরণের
       চরণ - দুই পর্বের,চরণগুলো মিত্রাক্ষর
       পর্ব - ৫+৬
       লয় - মধ্যম
       ছন্দের নাম - মাত্রাবৃত্ত