ধূসর আকাশে মেঘের উদয়
দিকে দিকে ছোটে আর্দ্রিত বায়,
রুক্ষতা মাঝে কার পদধ্বনি?
সরস আষাঢ় আসবে এখনি!


দহন মাঝেতে সজল বর্ষা
উত্তাপ মুছে করে ওরসা,
গুরুগম্ভীর বজ্রনিনাদ
দিকে দিকে তোলে আশার নিনাদ।


আকাশের বুকে নব মেঘদল
রব তোলে যেন দিকে দিকে চল,
কালো মেঘদলে ভরল আকাশ
চুপ হয়ে যায় উতাল বাতাস।
ঝুম ঝুম বারি ভরে তোলে ধরা
সারাদিন ঝরে বাদলের ধারা।


দূর বনে ওঠে কলাপি কূজন
প্রকৃতিতে আসে নব যৌবন,
শস্য শিশুরা ধীরে জেগে ওঠে
নব তৃণদল জাগে বাটে মাঠে।


নদী- নালা, খাল-বিল ভরে ওঠে
কদম্ব,কেয়া, জুঁই ফুল ফোটে,
শ্যামল শোভার হাসি হাসি মুখ
ফুটে ওঠে যেন ধরা’ সুখ -দুখ।


(মাত্রাবৃত্ত ছন্দ,৬+৬ মাত্রা)