রাক্ষসী করোনা কেড়ে নিল জান,
পড়ে আছে এখন নিথর সে প্রাণ।
বেওয়ারিশ লাশটা ঠিকানা মর্গ,
লাশটা নিল না যে স্বজনবর্গ।
অথচ সে তো ছিল পত্নী, জননী,
কাহারো আত্মীয় নয়তো ভগিনী।


বধূবেশে এসেছিল পতির ঘরেতে
গড়িল সংসার আপন মায়াতে
দেখাল সন্তানে পৃথিবীর আালো,
তবে কেন আজ সে বেওয়ারিশ হলো?
কোথা গেল স্বজন,অপত্য,স্বামী,
বেওয়ারিশ লাশটা নয় আর দামি!


একদিন ছিল সে স্নেহময়ী মাতা,
আজ যে শূন্য হলো স্বজনের খাতা!
একদা ছিল স্বামী, কন্যা-পুত্র,
তবে কেন হারাল সে নাম গোত্র?
একদা তাকে ঘিরে থাকত স্বপ্ন,
মা বলে সন্তান নিত যে যত্ন।


রাক্ষসী করোনা কেড়ে নিল জান
সাথেতে ছিঁড়ে দিল রক্তের টান!
ও ভাই, শোনো বলি করো নাকো ভয়
লাশ হতে করোনা কভু না ছড়ায়।
মানবিক হও গো লাশ,রোগী জনে
বল দাও বিধাতা আমাদের প্রাণে।


বি.দ্র.মাত্রাবৃত্ত ছন্দে লেখা, প্রতি চরণে পর্ব সংখ্যা ২, মাত্রা ৭+৬