বহু দিন,মাস অপেক্ষা শেষে মাতা
এসেছিল দেবী জগৎ জননী ত্রাতা,
দূর্বা,ধান্য,কুমারী রূপেতে মাকে,
ভজেছে ভক্ত অশ্রু সিক্ত চোখে।


ছিল কৈলাশে মা ধরাধামলোকে এসে,
হয়েছে পূজিতা হেথা জননীর বেশে।
কন্যা রূপেতে নিচ্ছে বিদায় আজ,
চারিদিকে তাই ভাসে বিজয়ার সাজ।


প্রার্থনা ছিল রোগ, শোক নাও হরে
মনের মাঝেতে অহিংসা দাও মোরে,
অধম তো আমি ভুল যদি করে থাকি,
ক্ষমা করে দাও আছে মোর যত ফাঁকি।


বিদায় রাগিনি দিকে দিকে বেজে ওঠে
সাজিয়াছে মাতা বিদায়ের সাজ পটে,
বিষাদের ছায়া পড়িয়াছে এবে হায়
সন্তান রেখে বিদায় নিতেছে মায়।


ব্যাকুল ভক্ত আকুল হয়েছে কেঁদে,
চোখের জলেতে দিতেছে বিদায় মাকে
সাঙ্গ হয়েছে সব আয়োজন এবে,
বিদায়ের ক্ষণ মা এখন তাই যাবে।


বিদায় বেলায় জিজ্ঞাসা হয়ে রবে,
আগামী শারদে আবার কি দেখা হবে?
আসিও আবার এই ধরাধাম বাটে
থাকবে এখন ভক্ত মানস পটে।


বি.দ্র. স্তবক - চার চরণের
      চরণ - তিন পর্বের,চরণগুলো মিত্রাক্ষর
       পর্ব - ৬+৬+২
       লয়  -মধ্যম
       ছন্দের নাম  - মাত্রাবৃত্ত