সকাল হতেই কালো মেঘদলে
জমাট বেধেঁছে বৃষ্টির ছলে,
গোমড়া  আকাশ মুখ ভার করে
রয়েছে দাঁড়ায়ে দিগন্ত ধারে।
সারাটা আকাশ ক্রমে মেঘে ভরে
বর্ষার ধারা অবিরাম ঝরে।


বৃষ্টির সনে বয় ঝড়ো বায়
চঞ্চলা মেয়ে চমকে তাকায়,
ঝর ঝর ঝর অঝোর ধারায়
খাল-বিল ভরে কানায় কানায়।
গাছপালাগুলো সিক্ত সরসা
নবযৌবনা করল বরষা।


দুপুরেতে দূরে মেঘ গর্জন
তার সাথে নামে ঘন বরিষণ,
গোলাপ- রজনী চুপি চুপি ফোটে
মধুকরদল নাহি আসি জোটে।
তমাল, পিয়াল,তাল,শাল বন
জেগে ওঠে পেয়ে ঘন বরিষণ


মেঘের মাদল বাজে গুরু গুরু
ভেকেদের আজ নব দিন শুরু,
জনপদ হয় ফাঁকা জনহীন
আজকে যে শুধু বরষার দিন।


বাহিরেতে শুধু এক গান শুনি
ঝম ঝম ঝম বরষার ধ্বনি,
একাকিনী মন শুধু অকারণে
ফিরে ফিরে যায় ফেলে আসা দিনে।
আনমনা প্রিয়া হয় যে উতলা
সাথীহীন দিনে কাটবে কী বেলা?(সংক্ষেপিত)


বি.দ্র. মাত্রাবৃত্ত ছন্দে লেখা, ৬+৬ মাত্রার