এসেছে অশুভ শক্তি হবেই হবে মুক্তি
মানুষ ডরে না তারে আছে তার যুক্তি,
অকুশল শক্তি,বুদ্ধি আসে বার বার
কুশল বুদ্ধির মোরা হবে কেন হার ?


বসন্ত - প্লেগ - কলেরা, পোলিও - ইয়োলা
ম্যালেরিয়া - হাম - সার্চ, সোয়াইন - ইবোলা,
বিশ্বে অগণিত প্রাণ কেড়েছে অশুভরা
অদম্য চেষ্টায় তারা বসুমতীহারা।


স্বর্গের দখল নিল ঘৃণ্য বৃত্রাসুর
দধীচির আত্মত্যাগে হলো সে দূর,
ত্রেতাযুগে ভয়ঙ্কর ছিল যে রাবণ
ধর্ম বীর রামের হাতে পেল সে মরণ।


দ্বাপরের দুরাচারি রাজা ছিল কংস
অবতার কৃষ্ণের হাতে হলো তার ধ্বংস,
কলিতে পাপী হিটলার ছিল রাজ ভ্রষ্ট
ন্যায়ের যুদ্ধের কাছে হইল সে নষ্ট।


মহামারি করোনাতে গেলও লক্ষ প্রাণ
মানুষের ধৈর্য চেষ্টাতে যাবে তার জান,
একলব্য - রবার্ট বুরুস,রবি -নজরুল
ধৈর্যবান ছিল তারা ফুটিয়েছে ফুল।(চলমান)


বি.দ্র. ছন্দ : অক্ষরবৃত্ত, পর্বসংখ্যা : ২, মাত্রা : ৮+৬