গঙ্গাফড়িং চিরস্বাধীন
মনটাও তোমার চিররঙিন,
ঝাঁক বেধেঁ যে উড়ে বেড়াও
ইচ্ছে খুশি ঘুরে বেড়াও।


কালো পরি সবুজ পরি
নানা রকম রূপ ধরি,
ছয়খানা পা চারটা পাখা
মাথা জুড়ে হরিণ চোখা।
যে দিক খুশি চোখ যে ঘোরাও
ধরতে গেলেই ছুটে পালাও।


মাঠে মাঠে,দিঘির ধারে
ফুলের বনে,আকাশ পারে
সকাল-দুপুর,বিকাল ও সাঁঝ
ওড়াই তোমার একমাত্র কাজ!


ভাদ্র মাসের বিকেল বেলা
ধান্য ক্ষেতে রোদের মেলা,
তখন করো ওড়াউড়ি
মনটাও আমার যায় যে উড়ি।


কোন দেশেতে থাকো তুমি?
কোথায় তোমার যাত্রা ভূমি?
আমি সেথায় যেতে চাই
তুমি আমায় নেবে কি ভাই?


কেমন মানুষ তোমার দেশে
দেখব আমি ভালোবেসে,
নদী আছে,পাহাড় আছে?
কী ফুল ফোটে গাছে গাছে?


তারাও ভাবে জ্ঞান বিজ্ঞান?
সাগর তলে চালায় সন্ধান?
শেখে তারা কেমন করে?
দেখতে আমি চাই ভাইরে।


বি.দ্র. স্বরবৃত্ত ছন্দ, ৪+৪ মাত্রার