দিন শেষ হয় রাত নেমে আসে
এ দুয়ের মাঝে গোধূলি যে হাসে,
আবিরের রং জাগে পশ্চিমে
স্বপ্নের ছবি মেলে আনমনে।


সোনামাখা রং কে ছড়ায়ে দেয়?
লাজে রাঙা মুখ যেন কথা কয়।
আলো আঁধারের গোপন প্রণয়
হয় চুপিচুপি দেখে মৃদু বায়।


নদীর বুকেতে ঊর্মি মাথায়
লালিমার আভা হেসে খেলে যায়,
দিনের শেষেতে ভাটিয়ালি গান
বলে যায় যেন দিন অবসান।


বুকভরা দুখ নিয়ে সূর্যমুখী
ঝরে পড়ে হায় সে তো বড় দুখি,
হাস্নুহানারা, মল্লিকা দল
ফোটার পুলকে করে খলখল।


প্রিয়জন পেয়ে প্রিয়া ওঠে হেসে
প্রেম-ভালোবাসা ঘরে ঘরে ভাসে,
অনুক্ত ভাবে মন ভরে যায়
নিঃসীম ধ্বনি তারে ভাষা দেয়। (সংক্ষেপিত)