গর্ব আমার ঘুচাও হে প্রভু,
তুমি ছাড়া মম কেউ নেই বিভু।
অধম যে আমি অজ্ঞ যে আমি,
মায়ার খেলায় ভোলাও যে তুমি।


বেঁচে আছি আমি তব যে কৃপায়,
দর্প অমায় সে কথা ভোলায়।
ভাবিলে সে কথা শিহরিয়া উঠি,
মনে হয় যেন চেপে ধরি টুঁটি।


তুমি কৃপাময় অধমের স্মরণ,
তুমি জগদীশ, তুমি সনাতন,
তুমি পরমেশ, তুমি গুণাতীত,
তা যেন না ভুলি ওগো লোকাতীত।


জগৎ জীবন তোমারই দিশা,
যেন নাহি ভুলি সর্ব দিবা- নিশা।
অন্তর মাঝে জেগে থাকো প্রভু,
তোমার চরণে ঠাঁই চাই বিভু।


..........................................


(ছন্দ : মাত্রাবৃত্ত, পর্ব : ২, মাত্রা : ৬+৬)