মা যে আমার
ডাকটা মায়ার,
মধুর মতন
মিষ্টি কথন।


গর্ভে ধরে
লালন করে,
আলো দেখায়
পরম মায়ায়।


স্নেহ দ্বারা
সেবা দ্বারা
বড় করা
চোখের তারা,
সহজ কী ভাই?
মা করে তাই!


সোহাগ মায়ায়
জীবন ভরায়।
শিখন শেখায়
লিখন লেখায়
যত্ন করে
হৃদয় ভরে।


বিপদ এলে
অসুখ হলে
কেঁদে আকুল
হয় যে ব্যাকুল,
দুঃখ নেশে
ভালোবাসে
প্রসবিত্রী!
জন্মদাত্রী।(সংক্ষেপিত)


বি.দ্র. স্বরবৃত্ত ছন্দ, প্রতি চরণে ৪ মাত্রা।