জনক


বলে জনক শোনরে খোকা
এখনো তুই অনেক বোকা,
মানুষ তোকে হতেই হবে
চেষ্টা মোর বৃথা কী যাবে?


ছেলেতে কয় আপন মনে
বাবার মিছে ভাবনা মনে,
এখন আমি অনেক বড়
ভয়তে হব কী জড়সড়?


করলে ছোট অমিতাচার
বলে পিতৃ রে নচ্ছার!
এখনো বেশ আছে সময়
সঠিক পথে আয় রে আয়।


জীবন বড় কঠিন খোকা
আমি তো নেই হবি যে একা,
পরে বুঝবি আমার কথা
তখন পাবি মনেতে ব্যথা।


এখন মম বকবকানি
একদা হবে আশীর্বচনি,
বিপদ মাঝে পড়লে পুত
কাণ্ডারি যে বাবার ভূত!


শয়ন ঘরে গভীর রাতে
কোমল পায়ে আব্বা এসে
শরীর ঢেকে আচ্ছাদনে
মৃদুল হাসে আপন মনে,
ওরে আমার অবুঝ বেনে
যাবার পথে আবার এসে,
গায়ে মাথায় হাত বুলিয়ে
খানিক যেন যায় দাঁড়িয়ে।


(ছন্দ: মাত্রাবৃত্ত,মাত্রা ৫+৫)