খ্যাপা ঝড় জন্ম নিল রত্নাকর জলে
রুদ্ররোষে নাচতে থাকে তরঙ্গের তালে,
পাখা মেলে ফুঁসে ওঠে যাবে সে দূরদেশে
করতে চায় ধ্বংসলীলা হিংস্র দৈত্যবেশে।


বিজলীর ধ্বংস নাচন, প্রলয় নাচন
মানবের মনে প্রাণে জাগায় কাঁপন,
মড়াৎ মড়াৎ শব্দ করে সবই যে লুটায়
ভূমিতে পতিত হয়ে ভূমিসাৎ হয়।


ঢেউগুলো প্রবল বেগে মত্ত হাতিবেশে
কিনারে আছড়িয়ে পড়ে সবই সর্বনাশে,
ফণাতুলে ফুঁসে ওঠে লোপুপ রসনা
সব গর্ভে টেনে নেবে এ তার বাসনা।
ভেসে গেল কতজনা প্রাণ গেল কত!
নর মনে আহাজারি ওঠে শত শত।


সর্বনাশা খ্যাপা ঝড় নিল কেড়ে ঘর
প্রিয়জন হারাল যে ব্যথা কত তার?
পশু-পাখি-জীবজন্তু ফসলের মাঠ
মৃত্যু-ধ্বংস- রিক্ত হলো মানুষের বাট।


ধ্বংস মাঝে সৃষ্টি আছে বড় এক শিক্ষা,
সৃজনতে ঐক্য আসে দেয় বড় দীক্ষা।
আজিকে যা ধ্বংস হলো কাল হবে সৃষ্টি
সৃষ্টিতেই স্বপ্ন আনে দেয় নব দৃষ্টি। (সংক্ষেপিত)


বি.দ্র. ছন্দ : অক্ষরবৃত্ত,পর্ব : ২, মাত্রা ৮+৬