জন কয়েক লোক ছিল এক জোট,
করত ব্যবসা হয়ে এক জোট।
পঁচিশ টাকা দরে পিঁয়াজ,
কিনল তারা ষোলো জাহাজ।


রেখে দিল গুদাম ভরে
বেশি করে লাভের তরে
পঞ্চাশ টাকা দর যে হলো,
তবু তারা নাহি বেচলো।


আশা ছিল জেয়াদা লাভ
লাভে লাভে হবে সয়লাব!
ঘাটতি দেখে পেঁয়াজ অমনি
সরকার আনলো ঢের চালানি।


কমতে লাগল পেঁয়াজের দাম
বেচা-কেনা এবার হরদম,
হয়ে গেল অনেকটা যাম,
পচন ধরল সেই সেই গুদাম।


এবার তারা দিশেহারা
দিনে দেখে রাতের তারা,
শুরু করল পেঁয়াজ বিক্রি,
আইনের লোক জানল শীঘ্রি।


বেশি মজুদ যে অপরাধ
পুলিশের লোক দিল যে বাধ,
অনেক লোভের ঐ পরিণাম,
কোর্ট বসিল যে ভ্রাম্যমাণ।


সিজ করে তা করল নিলাম,
সিলগালা হয় সেই সেই গুদাম।
নিযুত টাকা জরিমানা,
বাতিল হলো লাইসেন্সখানা।


বি.দ্র. স্তবক - চার চরণের
       চরণ - দুই পর্বের,চরণগুলো মিত্রাক্ষর
       পর্ব - ৪+৪
       লয় - দ্রুত
       ছন্দের নাম -স্বরবৃত্ত