আচমকা এল ভয়াল করোনা
অজস্র প্রাণ হরিল পূতনা,
ধরাতে আবার এল মহারণ
বাজি রেখে প্রাণ এল বীরগণ।


সম্মুখে থেকে করছে লড়াই
জেনেছে তাহারা রয়েছে চড়াই,
পাণ্ডব সম লড়ে কুরু সনে
অদৃশ্য তরে অদম্য মনে।


এগিয়েে এসেছে সেবা ধর্ম নিয়ে
সে কথা বোঝায় প্রাণ সপেঁ দিয়ে,
কাণ্ডারী তুমি মহাবীর তুমি
তোমাকে যে চায় ভবলোক ভূমি।


মহাসমরের মহাময়দানে
ভীম-রাম হয়ে লড়ে যে রাবণে,
দুর্গা যেমন অসুর নাশিনী
তোমরা তেমন করোনা নাশিনী।


অসুরের সাথে যুদ্ধ যে তব
জয়ী তুমি হবে যাচনায় রব,
ভাস্বর তুমি মনের মণিতে
অক্ষয় রবে ইতিহাস পাতে।


ধরণী মাঝে যেথা তুমি রবে
মানবতা তব জয়গান গাবে,
জেগে রবে তুমি হৃদয় মাঝারে
প্রণত মাথায় সালাম তোমারে।