দীর্ঘ দিনের শোষণ পীড়ন চলে
সঞ্চিত ক্ষোভ বিদ্রোহী হল ফলে,
অত্যাচারিত জোট বাঁধে দলে দলে
অষ্ট ঘণ্টা কর্মের কথা বলে।


অত্যাচারি ভেবেছিল মনে প্রাণে
রুখতেই হবে ক্ষুব্ধ শ্রমিক জনে,
কূটচাল আর পেশি শক্তিতে তারা
দমিয়ে রাখল সংঘবদ্ধ যারা।


গর্জে উঠল শ্রমিক জনতা ভাই
মে দিবসটা যে সংঘটন হলো তাই,
শ্রমীর রক্তে রঞ্জিত রাজপথ
দিবসটা হলো দাবি আদায়ের গৎ।


শিকাগোর হেতে প্রাণ দিল ছয় জন
ফাঁসি দিল চার রুখতে ক্ষুব্ধ মন,
জাগলে খিন্ন করে কোন তাকে ছিন্ন ?
ক্ষুধার তাড়না চাই যে তাহার অন্ন।


জেগেছে রিক্ত হয়েছে সংঘবদ্ধ
মেহনতি তারা ত্যাগের কারণে ঋদ্ধ,
জীবন দিয়েছে, শোণিত দিয়েছে ক্ষীণ
সে থেকে পয়লা মে হলো মহান দিন।


বি.দ্র. মাত্রাবৃত্ত ছন্দে লেখা, প্রতি চরণে পর্ব সংখ্যা ৩,পূর্ণ পর্বগুলো ৬+৬, অপূর্ণ পর্ব ২ মাত্রার।