জিজ্ঞাসিল ছোট্ট সোনায়
মানবিকতা কাহারে কয়?
মাতা তখন তাকে শোনায়
দুখির মুখে হাসি ফোটায়,
খাদ্যহীনে খাবার দেয়,
বস্ত্রহীনে বস্ত্র দেয়,
অনাথ জনে আশ্রয় দেয়,
মানবিকতা তাকেই কয়।


মুমূর্ষুর সেবক হয়
বিষণ্নকে প্রবোধ দেয়,
অপরাধীকে ক্ষমা দেখায়
মানবিকতা তাহারে কয়।


পথহারাকে সুপথে নেয়
ত্রস্তজনে সান্ত্ব দেয়,
হতাশ মনে আশা জাগায়
স্বজনহীনে সঙ্গ দেয়,
মানবিকতা তাকেই কয়।


এই কী শুধু? আর কিছু না!
আরও তো আছে বুঝবে সোনা
যখন তুমি মানুষ হবে।
কখন লোকে মানুষ কবে?
যে দিন তুমি প্রাজ্ঞ হবে।


প্রাজ্ঞ কারে কয় আবার?
জ্ঞানীর মতো ভাবনা যার
সুশিক্ষায় শিক্ষা যার,
দশের ভাবা ভাবেন যে গো
দেশের কাজ করেন যে গো,
সেবা করেন মা ও বাবার
সেই ছাড়া কে জ্ঞানী আবার?


বি.দ্র. মাত্রাবৃত্তে ছন্দে লেখা, মাত্রা ৫+৫