সাদা মেঘ বলে ও কালো মেঘ,
তোকে দেখে কেন ডাকে ঐ ভেক?
কালো মেঘে কয় ভাইরে মোর,
মোর যাহা আছে চাই তা ওর।


সাদা মেঘ হাসে ব্যঙ্গ হাসি
তোর কী হে আছে যা মোর নাহি?
ভেজা নীর কণা পেয়ে ঐ ধরা
হয় সে সিক্ত থাকে না খরা।


ফলিয়ে শস্য কৃষকগণ
ক্ষুধার বিষমে করে যে রণ,
তরু,লতা, প্রাণী সজীব হয়
ফুলে ফলে ভরে পাখিরা গায়।


সাদা মেঘ বলে নীর কী তোর?
পরধন নিয়ে হলি যে চোর।
ফসল ফলায় ঐ কৃষকেরা
তোর কেন দাপ ওরে মুখরা?


চেয়ে দেখ মোরে কৃশ গড়ন
লুকোচুরি খেলে নিয়ে পবন,
মোরে হেরে রচে ঐ কবিগণ
কাব্যমালা ও পদ বুনন।


সৎ আমি ওরে নহি তো চোর
হেসে খেলে ঘুরি হ্লাদে বিভোর।
গোমড়া মুখেতে কালো বরণ
ধীরেতে চলিস সারক্ষণ।


মোরে দেখে কর তো অনুকরণ,
পেয়ে হ্লাদ পাবি নব জীবন।
কালো মেঘে কয় ভাই আমার
ক্ষমা করো মোরে যাই এবার।(সংক্ষেপিত)


বি.দ্র. স্তবক - চার চরণের
       চরণ - দুই পর্বের,চরণগুলো মিত্রাক্ষর
       পর্ব - ৬+৫
       লয় - মধ্যম
       ছন্দের নাম - মাত্রাবৃত্ত