করো না মজুদদারি,
করো না আড়তদারি,
করো না ভেজালদারি,
রয়েছে নজরদারি।


শোনো না একটা গল্প,
বেশি নয় শুধুই অল্প,
আমাদের বিশ্ব দাদা,
গুদামে রাখতো আদা।


একবারে  করল মজুদ,
পুলিশে ধরল নিখুঁত।
লাখ টাকা জরিমানা,
তাতেও পার পেলো না।


পরে তার ভাঙিল ঠ্যাং,
চোখেতে সরিষা রং,
করো না মজুদদারি,
রয়েছে নজরদারি।


আমাদের শিলু আপা,
নুন নিয়ে খুবই খেপা !
শুনেছে দাম বাড়বে !
কে তাকে ঘরে রাখবে ?


কিনিল বিশ কেজি,
শুনিয়া বাজার তেজি।
দাম যাহার ত্রিশ টাকা,
দিল তায় তিনশ টাকা।


আমাদের শিলু আপা,
নুন নিয়ে সে কী হেপা !
ষাট টাকা জরিমানা,
তাতেও পার পেলো না । (চলমান)


বি.দ্র. :ছন্দ স্বরবৃত্ত, পর্ব সংখ্যা দুই, মাত্রা ৩ +৪