নাগিনীর বিষে ধরা জরজর
কাঁপছে ধরণী করে থরথর,
পৃথিবীটা যেন মরণের পুরি
মরণ এসেছে কালরূপ ধরি।


কত যে মায়ের কোল হলো খালি?
অযুত-নিযুত প্রাণ গেল চলি,
পিতার বুকেতে জাগে শূন্যতা
মা হারা শিশুর মুখে নেই কথা।


স্বামী চলে গেল বধূ একা র’ল
শুধু আঁখি জল সম্বল হলো,
অসহায় মানুষ ফেলে আঁঁখি জল
দুঃখ সাগরে ফেলেছে হলাহল।


সুতীব্র বিষ এলো কোথা থেকে?
দেয় না ব্যাখা চুপ করে থাকে।
চাইলে ব্যাখা গর্জন করে,
বেচেঁ থাকি যদি ফেলে ভাতে মেরে!


তারা তো এখন বিশেষজ্ঞ
বলে শুরু হবে করোনা যজ্ঞ,
অসহায় মোরা ভাবি মনে মনে
কাঁদিয়ে বিশ্ব সাধু গেলে বনে।


বলছে এখন ওষুধ আনব
আগে এনে ভাই তোমাকেই দেব,
বিষধর হয়ে দিয়েছে ছোবল
ওঝা হয়ে যেন ফেরাবে সে বোল। (সংক্ষেপিত)


(মাত্রাবৃত্ত ছন্দ,৬মাত্রার)